নারায়ণগঞ্জে হয়রানি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ এসআইসহ ১৪ পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের স্পেশাল গোয়েন্দা দলের প্রতিবেদনের ভিত্তিতে সোনারগাঁ থানা ও বন্দর থানার ধামঘর ফাঁড়ির পাঁচ এসআই ও নয় কনস্টেবলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মঈনুল হক।
তারা হলেন সোনারগাঁ থানার এসআই মারুফুর রহমান, দিদারুল আলম, নাজমুল আলম, জহিরুল ইসলাম ও ধামঘর পুলিশ ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম।
এছাড়া সোনারগাঁও থানার নয় কনস্টেবলের বিরুদ্ধের বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে দায়িত্বপালনের সময় যাত্রীদের হয়রানি, গ্রেপ্তারের নামে টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে পাঁচ এসআইয়ের বিরুদ্ধে। এছাড়া নয় কনস্টেবলের বিরুদ্ধের বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
এসএস